১-১৬তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা সুখবর পেতে পারেন

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ পাওয়া ১-১২তম এবং ১৬তম নিবন্ধনে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। চলতি মাসে আপিল বিভাগে রিভিউ শুনানিতে ১-১২তম নিবন্ধনের পক্ষে রায় বহাল থাকলে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র একাধিক সূত্র জানিয়েছে, ১-১২তম নিবন্ধনধারীদের সনদের মেয়াদ আজীবন সংক্রান্ত একটি রায় রিভিউয়ের জন্য আপিল বিভাগে রয়েছে। রিভিউয়ে রায় ১-১২তম নিবন্ধনধারীদের পক্ষে টিকে গেলে সনদের মেয়াদ আজীবন হবে একই সাথে নিবন্ধনে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাবেন। ফলে তখন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে।

ওই সূত্র আরও জানায়, ১-১২তম নিবন্ধনের রিভিউ রায়ের জন্য অপেক্ষা করছে এনটিআরসিএ। রিভিউ রায় পাওয়ার পর ১৬তম ৩৫ ঊর্ধ্ব এবং ১-১২তম নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

আরও পড়ুন: শিক্ষকদের বোনাস কত শতাংশ বাড়ছে—জানাল মন্ত্রণালয়

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘১-১২তম নিবন্ধনধারীরা রিট করেছিলেন। তাদের রিটের বিষয়টি এনটিআরসিএ রিভিউ আবেদন করেছিল। এখন বিষয়টি রিভিউয়ের জন্য রয়েছে। রিভিউয়ে রায় ১-১২তম নিবন্ধনধারীদের পক্ষে থাকলে তাদের নিয়োগ দিতে হবে। কেননা তখন সনদের মেয়াদ আজীবন হয়ে যাবে। তবে রিভিউ এনটিআরসিএর পক্ষে আসলে তখন আর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না এনটিআরসিএ। ’

১৬তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘৩৫ ঊর্ধ্ব কিছু প্রার্থীর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত দিয়েছে। ৩৫ ঊর্ধ্ব প্রার্থীদের বয়স কখন থেকে গণনা করলে সুবিধা হবে সে বিষয়টি জানাতে এনটিআরসিএকে চিঠি পাঠানো হয়েছে। তবে সেই চিঠির জবাব তারা দেয়নি। এজন্য বিষয়টি ঝুলে আছে।’

এ বিষয়ে জানতে এনটিআরসিএর চেয়ারম্যান মোহাম্মাদ মফিজুর রহমান এবং সংস্থাটির সচিব এ এম এম রিজওয়ানুল হককে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ