সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে আহত ফায়ার ফাইটার মারা গেছেন

আহত ফায়ার ফাইটারকে
আহত ফায়ার ফাইটারকে  © সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দ্রুতগামী একটি ট্রাক। এতে ওই কর্মী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল. মুহাম্মদ জাহেদ কামাল বলেন, নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। তার গ্রামের বাড়ি রংপুরের আটঘরিয়া এলাকায়। নয়ন ফায়ার সার্ভিসের তেজগাঁও স্পেশাল জোনে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ এবং ফায়ার সার্ভিসের দায়িত্বশীল দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্পভাবে পানির ব্যবস্থা করছিলেন। এসময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায়। রাস্তায় ছিটকে পড়ে রক্ত।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি রাত ১টা ৫৪ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


সর্বশেষ সংবাদ