৪৪তম বিসিএস: লিখিত পরীক্ষায় প্রশাসনিক সহায়তার নির্দেশ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ   © ফাইল্প ফটো

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সকল ধরনের প্রশাসনিক সহায়তার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব বেহম রুজিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ৪৪তম বিসিএস পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা (১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে) এবং ৮ জানুয়ারি হতে ১১ জানুয়ারি পর্যন্ত পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা (৯টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিশনের ৭১ মিলনায়তনে) একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শউহরে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় থেকে প্রাপ্ত পত্র প্রেরণপূর্বক উক্ত তারিখে সকল প্রকার প্রশাসনিক সহযোগিতা প্রদানসহ নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে অন্য কোন পরীক্ষা/কর্মসূচি না রাখার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


সর্বশেষ সংবাদ