হিজাব বাধ্যতামূলক নিয়ে কোনো বক্তব্য দেননি ঢাবির নতুন ভিসি

ফ্যাক্টচেক
ফ্যাক্টচেক  © সম্পাদিত

হিজাব বাধ্যতামূলক করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান— এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যটি ভুয়া বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস। আজ বৃহস্পতিবার বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর ড. মুহা. রফিকুল ইসলাম। 

তিনি বলেন, এ বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান স্যার। এটি একবারে ভুয়া ও অসত্য। এমনকি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান আজ কোনো অনুষ্ঠানেও যোগদান করেননি বলে তিনি জানান।

জানা যায়, সারজিস আলম নামে একটি ফেসবুকে অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। তবে এই অ্যাকাউন্টটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নয় বলে নিশ্চিত হয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাস।

ওই স্ট্যাটাসে বলা হয়, “ব্রেকিং নিউজ, হিজাব বাধ্যতামূলক করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি। আলহামদুলিল্লাহ।”

মো. শহীদ নামে একটি ফেসবুকে অ্যাকাউন্ট থেকেও এমন একটি স্ট্যাটাস দেয়া হয়েছে। এতে বলা হয়, “ব্রেকিং নিউজ, মুসলিম ছাত্রীদের হিজাব বাধ্যতামূলক করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি। আলহামদুলিল্লাহ।”


সর্বশেষ সংবাদ