ঢাকা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার

  © টিডিসি ফটো
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির বর্তমান সচিব অধ্যাপক তপন কুমার সরকারকে এই পদে নিয়োাগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার (১৬ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

জানা গেছে, অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন। বোর্ডের সর্বশেষ চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন পাওয়ার পর থেকে অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। 

প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই চেয়ারম্যান নিজ নিজ বেতনক্রম অনুযায়ী বেতনভাতা পাবেন। তিনি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনাভাড়া বাসস্থানের ব্যবস্থা করলে কোনো বাড়িভাড়ার ভাতা গ্রহণ করতে পারবেন না তিনি। সরকারি বাসায় বাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্টখাতে জমা দিতে পারবেন। 


সর্বশেষ সংবাদ