এইচএসসির ফি জমাদান: ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষাবোর্ডের সর্তকতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০২:২৫ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৭ PM
২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি জমা দেয়ার ক্ষেত্রে ভুয়া বিজ্ঞপ্তি ও প্রতারক চক্র থেকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক থাকতে বলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
সম্প্রতি এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু প্রতারক চক্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের স্মারক, ঢাকা শিক্ষা বোর্ডের লোগো এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জালিয়াতি করে একটি আজগুবি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, ফরম পূরণের নির্ধারিত ফি উল্লেখ করে দেয়া ওই বিজ্ঞপ্তিটি ভুয়া এবং ঢাকা শিক্ষা বোর্ডের সঙ্গে কোনভাবে সম্পর্কিত নয়।
ওই বিজ্ঞপ্তি দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের শেষ সময় ছিল ৩১ আগস্ট পর্যন্ত। আর ফি পরিশোধের সময় বাড়িয়ে ৪ সেপ্টেম্বর করা হয়েছিলো।