১ ঘন্টায় ফুল চার্জ হবে অপোর এফ১৭ প্রো
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৫ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৫ PM
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপোর এফ সিরিজের প্রতিটি ফোনই প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় এ সিরিজের সর্বশেষ সংযোজন– এফ১৭ প্রো বাজারে নিয়ে আসছে কোম্পানিটি।
অপো জানিয়েছে, স্মার্টফোন উপভোগ করার সুযোগ বাড়াতে অপো এফ১৭ প্রোতে থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০, যার মাধ্যমে এক ঘন্টার মধ্যেই এ ফোন সম্পূর্ণভাবে চার্জ করা যাবে।
ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ এর মাধ্যমে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে এফ১৭ প্রোতে পাওয়া যাবে ৪ ঘন্টা টক টাইম, অথবা ১.৭ ঘন্টা ইউটিউব দেখা যাবে, কিংবা পাবজিতে একটি গেমের প্লেটাইম, অথবা ১.৯ ঘন্টা ইনস্টাগ্রাম ব্রাউজিংয়ের সুবিধা।
সর্বাধুনিক সব ফিচার এবং চমকপ্রদ ডিজাইনের ‘আল্ট্রা ফাংশন, আলটিমেট ফান’ অপো এফ১৭ প্রো অতিসম্প্রতি বাংলাদেশে অবমুক্ত করা হবে। অত্যাধুনিক ডিজাইন, ক্যামেরা সেটাপ, শক্তিশালী প্রসেসরসহ ২০২০ সালের সবচেয়ে স্লিক এই স্মার্টফোন প্রতিটি স্মার্টফোন উৎসাহীকে দেবে কাঙ্ক্ষিত পার্ফরম্যান্স।