৫ শতাংশ চার্জে দেড়ঘণ্টা কথা বলা যাবে রিয়েলমি ফোনে

রিয়েলমি  ‘সি৩০এস’ ফোন
রিয়েলমি ‘সি৩০এস’ ফোন  © সংগৃহীত

দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি। ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকায় একবার চার্জে লম্বা সময় ধরে ব্যবহার করা যায় ফোনটি। রিয়েলমি বলছে, ‘সি৩০এস’ মডেলের এ ফোনে আলট্রা সেভিং মোড ব্যবহার করা হয়েছে। 

ফলে মাত্র ৫ শতাংশ চার্জ  থাকলেও টানা দেড় ঘণ্টা পর্যন্ত কথা বলতে পারবেন ব্যাবহারকারীরা। আজ মঙ্গলবার (১৩ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।

অক্টা কোর প্রসেসরের ৬.৫ ইঞ্চি এলসিডি পর্দার । ফোনটির সামনে-পেছনে ৫ ও ৮ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা রয়েছে। ফলে স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। চ্যাম্পিয়ন সি সিরিজের এই ফোনে ৩ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট রম দেয়া হয়েছে। স্বচ্ছন্দে কাজ করা যাবে বলে দাবি প্রযুক্তি প্রতিষ্ঠানটির। 

১৮২ গ্রাম ওজনের এ ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই শক্তিশালী। তাই আঙুলের ছাপ ব্যবহার করে মাত্র ০.৫৮ সেকেন্ডের মধ্যে খোলা যায় ফোনটি। ফলে প্রয়োজনের সময় দ্রুত কাজ করা যায়। নতুন এ ফোনের দাম ধরা হয়েছে ১২ হাজার ৯৯৯ টাকা।


সর্বশেষ সংবাদ