আগামী বছরের পাঠ্যপুস্তকের চাহিদা চেয়েছে মাউশি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৪:০৪ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৩, ০৪:০৪ PM
আগামী বছরে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের চাহিদা দিতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অনলাইনের চাহিদার তথ্য আপলোড করতে বলা হয়েছে।
রোববার সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দূর্গা রানী সিকদার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের সব জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর স্মারকের আলোকে সকল জেলা/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসকে অনলাইন এপ্লিকেশন সফটওয়্যারের (www.textbook.gov.bd/brs) মাধ্যমে চাহিদা প্রেরণ করার জন্য পত্র প্রেরণ করা হয়েছে। পাঠ্যপুস্তকের চাহিদা নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে ইনপুট দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।