ঢাবিতে মেট্রোরেলের স্টেশন স্থাপনের প্রতিবাদে ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মেট্রোরেলের স্টেশন স্থাপনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নির্মাণাধীন কাজে ব্যবহৃত নিরাপত্তা বেষ্টনি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচ টায় এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্র ইউনিয়নের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।

পরবর্তীতে ভাঙচুরের বিষয়ে জানতে ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক রাগিব নাইম হামলার বিষয় স্বীকার করে বলেন, মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়নের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় খোড়াখুড়ির করা হচ্ছিল এতে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়ে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছিল। এতো কিছুর পরও আমরা সহ্য করেছি। কিন্তু যখন তারা বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে হাত দিয়েছে তখন সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা বসে থাকতে পারি না।

শিক্ষার্থীরা জানায়, টিএসসিতে মেট্রোরেলের স্টেশন স্থাপনের ফলে প্রায় ২০ টির অধিক গাছ কাটতে হবে। এতে আমাদের চির পরিচিত টিএসসি যেখানে আমরা প্রকৃতির ছোঁয়া পাই সেই টিএসসি তার সৌন্দর্য হারাবে। তাছাড়া টিএসসিতে স্টেশন করা হলে বহিরাগতদের আনাগোনা বেড়ে যাবে। এতে টিএসসির পরিবেশ নষ্ট হবে।

এদিকে স্টেশন স্থাপনের প্রতিবাদে আজ বিকেল সাড়ে ছয় টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

এসময় তানভীর হাসান সৈকত বলেন, জাতীয় স্বার্থের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে মেট্রোরেলের লাইন স্থাপনকে আমরা মেনে নিয়েছি। কিন্তু এখন তারা টিএসসির দেওয়াল ভেঙে, গাছ কেটে স্টেশন স্থাপনের চেষ্টা চালাচ্ছে। এটা আমরা মেনে নিব না।

সৈকত আরো বলেন, শিক্ষার্থীদের মেট্রোরেলের প্রয়োজন নেই তারপরও কেন স্টেশন স্থাপন করা হচ্ছে। তাছাড়া শাহাবাগেও স্টেশন স্থাপন করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ