টিআইবি আয়োজন করবে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ রবিবার (১৩ আগস্ট) দুপুরে টিআইবির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংসদীয় বাংলা বিতর্ক প্রতিযোগিতা আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দলগুলোর জন্য থাকার ব্যবস্থাও করবে সংস্থাটি। এ বিতর্ক প্রতিযোগিতায় শুধু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করবে।

বিতর্ক প্রতিযোগিকায় অংশগ্রহনের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি / ক্লাবগুলোকে রেজিস্ট্রোশন করতে হবে। রেজিস্ট্রেশনের তারিখ এখনো প্রকাশ করেনি টিআইবি। তবে অতিদ্রুত রেজিস্ট্রেশনের তারিখ জানিয়ে দেওয়া হবে বলে ফেসবুক পোস্টে বলা হয়েছে।
  
বিস্তারিত জানতে এবং নিবন্ধনের সময় টিআইবির ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে- https://www.ti-bangladesh.org/ জানিয়ে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ