কিশোরী ধর্ষণের ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৬ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৬ PM
খুলনার খালিশপুরে ১৫ বছরের শিশুকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক আব্দুস ইসলাম খান এ রায় দেন। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা দিয়েছে বিচারিক আদালত। মামলায় দুইজন আসামি উপস্থিত থাকলেও তিনজন পলাতক রয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল (পলতক), আব্দুল্লাহ (পলাতক), মোহন (পলাতক)।
আরও পড়ুন: যশোরে ৩৫ দিনে ৮ জন এইডসে আক্রান্ত
মামলা সূত্র জানা গেছে, ২০১১ সালের ২৩ মার্চ আসামিরা খুলনার খালিশপুর থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করেন। আসামিরা চরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে বাড়ির পাশে ফেলে গিয়ে কিশোরীটির পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধামকি দেন আসামিরা।
এ ঘটনায় ২৪ মার্চ খালিশপুর থানায় দুইজনের নামোল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী মা। একই বছরের জুনে কাজী রেজাউল করিম ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে বিভিন্ন কার্যদিবসে ১৭ জনের মধ্যে ১২ জন সাক্ষী দেন।