ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার ‘আত্মহত্যা’, মামুন আটক

খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার ও মামুন
খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার ও মামুন  © ফাইল ছবি

নাটোরের ছাত্র মামুনকে বিয়ে করা খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার ‘আত্মহত্যা’ করেছেন। আজ রোববার (১৪ আগস্ট) তার লাশ উদ্ধারের পর মামুনকে আটক করেছে পুলিশ। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শাহাদাত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি বলেন, ‘কলেজছাত্র মামুন হোসেনকে ছয় মাস আগে বিয়ে করা শিক্ষিকা খাইরুন নাহারের মরদেহ সকালে ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।’

আরো পড়ুন: ছাত্রকে বিয়ে করে আলোচিত সেই শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফেসবুকে ২০২১ সালের ২৪ জুন তাদের পরিচয়। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর খাইরুন নাহার জানিয়েছিলেন, প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পরে ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। সে খারাপ সময়ে পাশে থেকে উৎসাহ দিয়েছে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। তবে তাঁদের সেই সংসার স্থায়ী হলো না।


সর্বশেষ সংবাদ