হাওরে হারিয়ে গেলেন ছাত্রলীগ নেতা হাবিব

নিখোঁজ ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিব
নিখোঁজ ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিব  © সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ছাত্রলীগ নেতা। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পড়ে যান হাবিবুল্লাহ হাবিব (২৮) নামে ওই নেতা। তিনি সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং মারিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

মারিয়া ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে হাবিবসহ সাত বন্ধু হাওরে ঘুরতে যান। হাওরের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার দিকে ফিরছিলেন তারা। ট্রলারের পাটাতনে চেয়ারে বসা ছিলেন হাবিব।

করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান হাবিব। পরে স্থানীয় লোকজনসহ বন্ধুরা মিলে চেষ্টা করেও সন্ধান পাননি তার। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

আরো পড়ুন: শ্রেণিকক্ষে ছাত্রী ও শিক্ষিকাকে উত্ত্যক্ত, মূল হোতা গ্রেপ্তার ঢাকায়

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মোবারক আলী বলেন, প্রথমে করিমগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের দল গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে কিশোরগঞ্জের চারজন ডুবুরি গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি তার।


সর্বশেষ সংবাদ