তারাবির নামাজের পর হত্যা করা হলো চেয়ারম্যানের ভাইকে

চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে খুন হওয়া মোহাম্মদ সোহেল
চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে খুন হওয়া মোহাম্মদ সোহেল  © সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে মোহাম্মদ সোহেল (৩৫) নামে একজনকে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই। শুক্রবার (২২ এপ্রিল) তারাবির নামাজের পর রাত সাড়ে ১০টার দিকে বুধপুরা বাজারে ছুরিকাঘাত করা হয় তাকে।

ঘটনার সময়ে ওই এলাকার সাজ্জাদ (৩০), মো. সাদ্দাম হোসেন (৩০) ও জয়নাল আবেদ্বীন (৩৪) নামে তিনজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সোহেল কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগিনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে প্রতিপক্ষের সঙ্গে সোহেলের সমের্থকদের সংঘর্ষ হয়। ওই ঘটনার জেরে তারাবির নামাজের পর বেশ কয়েকজন মিলে হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে সোহেলসহ তিনজন আহত হন। সেখান থেকে আহতদের চমেক হাসপাতালে নেওয়া হলে সোহেল মারা যান।

আরো পড়ুন: আড্ডা দিয়ে ফেরার পথে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

পটিয়া থানা পুলিশের পরিদর্শক রেজাউল করিম মজুমদার গণমাধ্যমকে বলেছে, ‘সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে বিরোধের জেরে হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


সর্বশেষ সংবাদ