সেনাবাহিনী-বিজিবিতে চাকরির প্রলোভন দেখিয়ে ৪ কোটি টাকা আত্মসাৎ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:১২ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:১২ PM
বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এ অভিযোগে ভুয়া সেনা কর্মকর্তাসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, বেকারদের টার্গেট করে সেনাবাহিনী ও বিজিবিতে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এ চক্রটি এখন পর্যন্ত প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে। ভুক্তভোগীদের এমন অভিযোগে অভিযান চালিয়ে ভুয়া সেনা কর্মকর্তাসহ তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।