জিপিএ-৫ না পাওয়ায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর আত্মহত্যা

ফাতেমা আক্তার প্রাপ্তি
ফাতেমা আক্তার প্রাপ্তি  © সংগৃহীত

নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ফাতেমা আক্তার প্রাপ্তি (১৬) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রাপ্তি উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামের নাজমুল হাসান রিকাবদারের মেয়ে। সে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এবার ব্যবসা শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

নিহতের পিতা নাজমুল হাসান রিকাবদার বলেন, আমার একটি মেয়ে আর একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। প্রাপ্তি লেখাপড়ায় খুবই মনোযোগী ও মেধাবী ছিল। সে এসএসসি পরীক্ষা দিয়ে আমাকে বলেছিল জিপিএ-৫ পাবে। আজ সকালে ফল ঘোষণার পর আমাকে ফোন দিয়ে জানায় জিপিএ-৪.৭২ পেয়েছে। ফল পাওয়ার পর থেকেই তার মন খারাপ ছিল। জিপিএ-৫ না পাওয়ার কষ্টে দুপুরে সে তার নিজের রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ছাত্রীর আত্মহত্যার বিষয়টি আমাদেরকে পরিবারের পক্ষ থেকে এখনো জানায়নি। আমরা এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি।


সর্বশেষ সংবাদ