আজহারীর ভিডিওতে উসকানিমূলক মন্তব্য, যুবক গ্রেফতার

পুলিশের সঙ্গে গ্রেফতার যুবক অমিত আচার্য্য
পুলিশের সঙ্গে গ্রেফতার যুবক অমিত আচার্য্য  © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মীয় বক্তা মো. মিজানুর রহমান আজহারীর একটি ভিডিওতে উসকানিমূলক মন্তব্যের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) রাত ৯টায় খাগড়াছড়ি শহরের বটতলী এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার যুবকের নাম অমিত আচার্য্য (২৮)। সে শহরের রূপনগর এলাকার মিহির আচার্য্যের ছেলে।

পুলিশ সূত্র জানায়, অমিত আচার্য্য ঋদ্ধ ঋষি ছদ্মনামে ফেসবুক একটি অ্যাকাউন্ট চালাতো। শনিবার সন্ধ্যায় ওই অ্যাকান্ট থেকে ইসলাম ধর্মীয় বক্তা মো. মিজানুর রহমান আজহারীর একটি ভিডিওতে উসকানিমূলক মন্তব্য করেন তিনি। তারপর অমিত আচার্য্যের এ মন্তব্যটি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে ওই এলাকার ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তিনি নিজ এলাকা ছেড়ে বটতলী এলাকায় পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেফতার ক করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, ফেসবুকে করা অমিতের মন্তব্যটি উসকানিমূলক ছিল। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ