সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০২:৫৯ PM , আপডেট: ৩০ মার্চ ২০২১, ০২:৫৯ PM
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সুলতান আহম্মেদ (৫৯) নামে এক প্রতারককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।
সোমবার (২৯ মার্চ) রাত সোয়া ১০টার দিকে মিরপুরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও এর বেসামরিক পদে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ ও বাহিনীটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম, পদবী ও স্বাক্ষর জালিয়াতি করে চাকরির ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে দারুস সালাম থানায় মামলা করেন একজন ভিকটিম। গতকাল রাতে মিরপুরে মধ্য পাইকপাড়া থেকে তাকে আটক করা হয়।
তিনি বলেন, কেরানী পদে চাকরির জন্য ওই ভিকটিম আটককৃত সুলতানকে ৪ লাখ টাকা দেন। সুলতান তাকে একটি নিয়োগপত্রও দেন। তবে চাকরিতে যোগ দিতে গিয়ে বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার। এরপর ভিকটিম দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, এমন আরও দুই একজন ভিকটিম আমরা পেয়েছি। এ বিষয়ে বিশদ জিজ্ঞাসাবাদ প্রয়োজন। সেজন্য দায়ের করা মামলায় সুলতান আহম্মেদকে আটক দেখিয়ে আজ মুখ্য মহানগর হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। রিমাণ্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এমন আরও কোনো ভিকটিম চাকরির নামে প্রতারিত হয়ে থাকলে তাদের ডিবি কার্যালয়ে যোগাযোগের অনুরোধ জানান তিনি।