সুন্দরবন লঞ্চে নিহত যুবক কারখানার শ্রমিক

নিহত শামীম হাওলাদার
নিহত শামীম হাওলাদার  © টিডিসি ফটো

বরিশালগামী বিলাসবহুল এমভি সুন্দরবন-১১ লঞ্চে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম শামীম হাওলাদার। বয়স আনুমানিক ২০ বছর। তার পিতা আব্দুল খালেক হাওলাদার।

সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় বেল্ট তৈরির কারখানায় কাজ নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর-নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, নিহত যুবকের সাথে থাকা আরেকজনের একটি আইডি কার্ড থেকে প্রাথমিকভাবে তার বাড়ির ঠিকানার সন্ধান পাওয়া যায়। সেখানে যোগাযোগ করে তাদের বাড়িতে খবর পৌঁছানো হয়। খবর পেয়ে তার ছোট মামা নয়নে এসে নিহত শামীমের লাশ শনাক্ত করেন।

জানা গেছে, লঞ্চে খুন হওয়া শামীমের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুপিলা গ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

প্রসঙ্গত, আজ (১৭ নভেম্বর) মঙ্গলবার ভোর ৬টায় সুন্দরবন-১১ লঞ্চের ছাদে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।


সর্বশেষ সংবাদ