বড় পাথর মারা সাদা শার্ট-জিনস পরা সেই ব্যক্তি গ্রেপ্তার

ঘটনার ছবি
ঘটনার ছবি  © ভিডিও থেকে নেওয়া

মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে পাথর দিয়ে উপর্যুপরি আঘাতকারী সাদা শার্ট ও জিনস প্যান্ট পরা সেই ব্যক্তিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ হত্যাকাণ্ডে এ নিয়ে মোট আটজনকে আটক করা হলো। দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।

আরও পড়ুন: বড় পাথর মারা সাদা শার্ট-জিনস পরা ব্যক্তিটি কে?

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যার এ ঘটনার পর নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে ১৯ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এরপর কয়েক ধাপে মোট ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাব।

নিহত সোহাগ পুরান ঢাকায় পুরোনো তার, অ্যালুমিনিয়াম শিট ও অন্যান্য ভাঙারি মালামালের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়। একসময় তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, সোহাগের ১৪ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছর বয়সী ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়ে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!