সেই আছিয়া হত্যায় বোন হামিদা ও তার প্রেমিক আকাশ জড়িত, অভিযোগ হিটু শেখের

হিটু শেখ
হিটু শেখ  © সংগৃহীত

মাগুরার সেই শিশু হত্যাকাণ্ডের সাথে শিশুটির বোন হামিদা ও  তার প্রেমিক আকাশ জড়িত বলে জানিয়েছেন প্রধান আসামি হিটু শেখ। সোমবার (৫ মে) ৬ষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্য এ কথা বলেন তিনি।  

হিটু শেখ বলেন, ‘আমার বিটার (ছেলের) বউ হামিদার সঙ্গে আকাশের সম্পর্ক ছিল। ঘটনার সময় শুধু তারা দুজন ছিল। তাদের ধরেন। আমরা কেউ বাড়িতে ছিলাম না। তাদের ধরলে আসল খবর পেয়ে যাবেন, তারাই আসল অপরাধী।’

এ সময় তিনি মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেন। যদিও এর আগে, ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হিটু শেখ স্বীকার করেছিলেন যে তিনি একাই এ ঘটনার সঙ্গে জড়িত। 

বাদীপক্ষের আইনজীবী ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, সোমবার চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। তারা হচ্ছেন- মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন, হিটুর শেখের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়, ঢাকার গুলশান থানার এসআই আনজু মনোয়ারা, মাগুরার রেকর্ড অফিসার মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী। তারা সবাই ধর্ষণের ফলে শিশুটির মৃত্যু হয়েছে বলে সাক্ষ্য দেন। মঙ্গলবার (৬ মে) ফরেনসিক বিভাগের দুইজন চিকিৎসকের সাক্ষ্যগ্রহণের দিন রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence