চট্টগ্রামে কোচিং সেন্টার মালিককে অর্থদণ্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৮ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৬ PM
চট্টগ্রামের কর্ণফুলীর চরলাক্ষ্যা এলাকায় অভিযান পরিচালনা করেছে মো. সোহেল (২৭)কে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সোহেল নলেজ পার্ক টিচিং পয়েন্ট নামে এক কোচিং সেন্টারের মালিক। সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে তাকে এ অর্থদণ্ড প্রদান করেন।
শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ দণ্ডাদেশ প্রদান করেন। একইসঙ্গে সরকার নির্দেশিত সময়ে কোচিং চালু না রাখার মুচলেকা নেওয়া হয়।
মো. আলী হাসান জানান, এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার। কিন্তু সরকারি এ নির্দেশনা অমান্য করে মো. সোহেল (২৭) নামের এক ব্যক্তি নলেজ পার্ক টিচিং পয়েন্ট নামের কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন।
তিনি বলেন, অভিযানে র্যাবের এএসপি কাজী তারেক অজিজসহ র্যাব সদস্যরা অংশ নেন।