আনোয়ারায় পরপর তিনটি চুরির ঘটনায় আতঙ্ক, টহল সীমিত বলে অভিযোগ স্থানীয়দের
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৮ PM
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাত্র কয়েক দিনের ব্যবধানে পরপর তিনটি পৃথক চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং রাতের বেলা পুলিশের টহল কার্যক্রম একেবারেই সীমিত হয়ে পড়েছে।
প্রথম চুরির ঘটনা ঘটে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া এলাকায়। স্থানীয় খামারি মো. রফিকুল আজমের গোয়ালঘর থেকে ভোররাতে তালা ভেঙে ৪টি গরু চুরি হয়। চোরেরা রশি কেটে ২টি ষাঁড়, ১টি গাভী ও ১টি বাছুর নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা। রফিকুল আজম জানান, “চুরির আগের রাতেই একটি সন্দেহভাজন চক্র আমাদের বাসা থেকে একটি মোবাইল ফোন চুরি করে। আমরা শঙ্কায় ছিলাম, শেষ পর্যন্ত গরুগুলোও নিয়ে গেল।”
এর পরদিনই আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদে ঘটে দ্বিতীয় চুরির ঘটনা। অজ্ঞাত চোরেরা পরিষদ কার্যালয় থেকে নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার মনিটর ও একটি হার্ডডিস্ক চুরি করে।
তৃতীয় ও সর্বশেষ চুরির ঘটনা ঘটে ২৮ এপ্রিল রাতে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি ভবন থেকে রুবেল (৩৫) নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়ে যায়।
নিরাপত্তাহীনতায় ভোগা স্থানীয়রা বলছেন, রাতের বেলা পুলিশের নিয়মিত টহল না থাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। চোরচক্র নির্বিঘ্নে অপারেশন চালাতে পারছে, ফলে জনমনে আতঙ্ক বেড়েই চলেছে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চুরির ঘটনার সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। প্রতিটি ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং চোরদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
স্থানীয়রা দাবি করেছেন, রাতের বেলা টহল জোরদারসহ আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে চুরি-ডাকাতির ঘটনা আরও বাড়তে পারে।