ছিনতাইকারীর গাড়ি টেনেহিঁচড়ে নিয়ে গেল নারীকে

রাস্তার পাশে নিরীহ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এক নারী
রাস্তার পাশে নিরীহ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এক নারী  © ভিডিও থেকে নেওয়া

রাস্তার পাশে নিরীহ ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন এক নারী। পরনে শাড়ি, এক হাতে ভ্যানিটি ব্যাগ, আরেক পাশে রাখা একটি ট্রলি ব্যাগ। সকালটা ছিল অন্য যেকোনো দিনের মতোই—তবে মুহূর্তেই পাল্টে গেল তার জীবনের গতিপথ।

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকারে থাকা ছিনতাইকারী এক নারীকে তার হাতের ভ্যানিটি ব্যাগ টেনে নিয়ে যায়। গাড়িটি চলন্ত অবস্থায়ই গতি বাড়িয়ে ওই নারীকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সবার নজরে আসে। মুর্হূতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিও।

শনিবার (২৭ এপ্রিল) সকালে গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই নারীকে লক্ষ্য করে গাড়ির জানালা দিয়ে ঝুঁকে একটি হাত বের হয়। মুহূর্তের মধ্যে ছিনতাইকারী তার ব্যাগ টেনে নিয়ে চলে যায় সাথে ওই নারী মাটিতে পড়ে গিয়ে আহত হন।

ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে দাড়াঁনো এক নারীর সামনে দিয়ে সাদা রঙের প্রাইভেটকার যায়, তখন গাড়ির ভেতর থেকে একজন ছিনতাইকারী দ্রুততার সঙ্গে ব্যাগটি টেনে নেয়। মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়ির সঙ্গে টেনে নিয়ে যেতে শুরু করে। এই ঘটনায় তার পাশে রাখা ট্রলি ব্যাগটি সেখানেই পড়ে থাকে। এরপর ঘটনাস্থলের আশপাশে উপস্থিত তিনজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তাদের মধ্যে একজন ট্রলি ব্যাগের সামনে দাঁড়িয়ে থাকে, অন্য দুজন নারীকে সহায়তা দিতে এগিয়ে আসে। প্রায় ৫০ সেকেন্ড পর, ওই নারীকে আবার ঘটনাস্থলে দাঁড়িয়ে চারজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ভুক্তভোগী নারী তাদেরকে হাতের কনুইয়ে থাকা আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন, তার শারীরিক অবস্থার অবস্থা সম্পর্কে জানাচ্ছিল।

সেই বিভীষিকাময় মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। মুহুর্তে ভিডিওটি ভাইরাল হলে দৃশ্যপটটি দেখে আঁৎকে ওঠে নেটিজেনরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন স্কুলশিক্ষক। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। ইতিমধ্যে আমরা আইনগত পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করেছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence