রাতে ছিনতাইকালে টহলরত পুলিশের হাতে আটক দুই যুবক
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৮ AM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৮ AM

যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া এলাকায় রাতের আঁধারে এক পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোড়পাড়া বিশ্বাসবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তবিবর রহমান (৫৮) গোড়পাড়া ফকিরতলার বাসিন্দা এবং পেশায় পান ব্যবসায়ী। আটককৃতরা হলেন- গোড়পাড়া সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে সবুজ হোসেন (২৮) ও নজরুল ইসলামের ছেলে টিটু মিয়া (২৩)।
পুলিশ জানায়, রাতের সময় ব্যবসা শেষে নগদ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুই যুবক তবিবরের পথরোধ করে। এরপর তার ওপর হাসুয়া ও চাকু উঁচিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেন।
তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ঘটনার পরপরই আমরা ব্যবস্থা নিই এবং অভিযুক্তদের আটক করতে সক্ষম হই। ইতোমধ্যে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’