মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, দুই পুলিশসহ আহত কয়েকজন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৫:২৩ AM , আপডেট: ৩০ মার্চ ২০২৫, ০৫:২৩ AM

পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা খুলনায় সন্ত্রাসীদের আড্ডাখানায় যৌথ অভিযান চালিয়েছে। শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে এই অভিযান পরিচালনা করা হয়।
যৌথ অভিযানের সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে যৌথ বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে পুলিশ ৪ সন্ত্রাসীকে আটক করেছে। পুলিশ তাদের নিকট থেক একটি পিস্তল এবং ২০ রাউন্ড গুলিও জব্দ করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসি আজম খান বলেন, প্রথমে সংবাদ পাই সন্ত্রাসীরা ঘটনাস্থলে মিটিং করছে। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথ বাহিনীকেও সহায়তা দেওয়া হয়। যৌথ বাহিনীও এসে আস্তানা ঘেরাও করে।
এ সময় সন্ত্রাসীরা আমাদের ওপর গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় আমরা ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে অভিযানকালে। এখনও অভিযান চলছে, অস্ত্র-গুলি এবং আরও সন্ত্রাসী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীরা এখনও গুলি করছে, আমরাও করছি।