ডিসির ডাকবাংলোর পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল অবৈধ আগ্নেয়াস্ত্র
- নাটোর জেলা প্রতিনিধি
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৭:১৮ AM , আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৭:২৬ AM

নাটোর জেলা প্রশাসকের পুরোনো ডাকবাংলোর পুকুর থেকে ৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে ডুবুরির সহায়তায় যৌথবাহিনী এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো ‘অবৈধ’ বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন লেনী।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইউনূস ও জিহাদ নামে দুই স্থানীয় যুবক জেলা প্রশাসকের পুরোনো বাংলোর পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। হঠাৎ একজনের বড়শি পানির নিচে আটকে যায়। শিকারি পানিতে নেমে বড়শি ছাড়াতে গিয়ে কম্বলে জড়ানো একটি দোনলা ও একটি একনলা আগ্নেয়াস্ত্র দেখতে পান। ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। সন্দেহ হওয়ায় পুলিশ ডুবুরি তলব করে পুকুর তল্লাশি চালায়। এ সময় ওই পুকুর থেকে আরও চারটি নতুন শটগান পাওয়া যায়। পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্র গুলো জব্দতালিকা তৈরি করে সদর থানায় হেফাজতে নেয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন লেনী বলেন, শুক্রবার স্থানীয় দুই যুবক জেলা প্রশাসকের পুরোনো বাংলোর পুকুরে মাছ শিকার করতে যায়। এসময় তাদের বড়শিতে কম্বলে মোড়ানো অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উঠে আসে। পরবর্তীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আরো চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।অস্ত্রগুলো পরীক্ষা করে এগুলো অবৈধ বলে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা অস্ত্রগুলো পুকুরে ফেলে দিয়ে পালিয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।