শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০৬ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ১২:০৬ PM

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও তিনজনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৬৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) তরিকুল ইসলাম নামে একজন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
জানা গেছে, মামলার বাদী তরিকুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নারায়ণপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি গুরুদয়াল সরকারি কলেজে স্নাতক তৃতীয় বর্ষে পড়াশোনা করেন। গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলনে তিনি আহত হয়েছিলেন।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহমুদ পারভেজ, ঢাকা মহানগর ডিবির সাবেক প্রধান হারুন-অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০ জনকে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট শহরের আখড়াবাজার সেতু থেকে শহীদি মসজিদ এলাকা পর্যন্ত আন্দোলন চলাকালে মিছিলে গুলিবর্ষণ করা হয়। এতে বাদীসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহত হন তিনজন।
এ বিষয়ে সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ নিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শুধু সদর থানায় ১৫টির মতো মামলা করা হয়েছে।