৯ বছরের ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

মো. রফিকুল ইসলাম
মো. রফিকুল ইসলাম  © সৌজন্যেপ্রাপ্ত

মানিকগঞ্জে ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. রফিকুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) মধ্যরাতে মানিকগঞ্জ শহরের সিদ্দিকনগর দরবার শরিফ মাদ্রাসা থেকে সদর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শিক্ষক রফিকুল ইসলাম মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুর এলাকার বাসিন্দা। তিনি সিদ্দিকনগর দরবার শরিফ মাদরাসার শিক্ষক।

ভুক্তভোগীর পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে নির্যাতনের শিকার ছাত্রের বাবা জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে ছেলেকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করেন। পরে বিষয়টি সদর থানা-পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসেন। এরপর বৃহস্পতিবার সকালে নির্যাতনের শিকার ওই ছাত্রের বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, ৯৯৯-এর ফোন পেয়ে রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে তোলা হলে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


সর্বশেষ সংবাদ