টাকা না পেয়ে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ঝালকাঠির কাঁঠালিয়ায় টাকা না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন মো. শান্ত হাওলাদার (১৯) নামের এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পূর্ব ছিটকী এলাকার চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. শান্ত হাওলাদার ওই এলাকার সিঙ্গাপুর প্রবাসী মো. আমির হাওলাদারের একমাত্র ছেলে এবং বড়ইয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত আগে থেকেই কিছুটা উচ্ছৃঙ্খল নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করতো। তার মায়ের কাছে টাকা চায় শান্ত তার মা টাকা দিতে অস্বীকৃতি করায় মাকে ঘর থেকে বাহির করে দেয়। পরবর্তীতে ঘর তালাবদ্ধ অবস্থায় রাতে ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর শান্তর কোন সারা শব্দ না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।