ফেনীতে সড়কের পাশে পড়ে ছিল যুবকের লাশ

নিহত বেলাল হোসেন মোছাদ্দির
নিহত বেলাল হোসেন মোছাদ্দির  © সংগৃহীত

ফেনীতে সড়কের পাশ থেকে বেলাল হোসেন মোছাদ্দির (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

জানা যায়, নিহত বেলাল হোসেন ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ সতর গ্রামের মিন্টু মোছাদ্দিরের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ফজরের নামাজের পর রাস্তার পাশে বেলালের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের বাবা মিন্টু মোছাদ্দির বলেন, ‘আমার ছেলে ছাগলনাইয়া বাজারে মুদিদোকানের চাকরি করলেও প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টায় বাড়িতে এলে এক ঘণ্টা পর বাড়ির পাশে দোকানে গেলে আর বাড়ি ফিরে আসেনি। আজ ফজরের নামাজের পর রাস্তার পাশে বেলালের লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।’

আরও পড়ুন: গৃহবধূকে কুপিয়ে হত্যা, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু যুবক আটক

তিনি আরও বলেন, ‘ছেলের মা অনেক আগেই মারা গেছেন। আমাদের পারিবারিকভাবে কোনো শত্রু নেই। ছেলের মৃত্যু কীভাবে হয়েছে, তা খুঁজে বের করার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।’

এ ব্যাপারে ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ‘লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ঘটনাস্থল পরিদর্শন করে যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’


সর্বশেষ সংবাদ