ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে কনস্টেবলকে পুলিশে দিলো জনতা

আড়াইহাজার থানা
আড়াইহাজার থানা  © সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও মাদক ব্যবসার সহযোগিতার অভিযোগে জনতা ইমরান হোসেন (কনস্টেবল নম্বর ১১৮৪) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে তাকে আটক করা হয়।

কনস্টেবল ইমরান হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় কর্মরত। একসময় আড়াইহাজারে কর্মরত ছিলেন। আর মাসুম উপজেলার মারুয়াদী দেওয়ানপাড়া গ্রামের নাঈমের ছেলে।

স্থানীয়রা জানান, আটক ইমরান দীর্ঘদিন ধরে আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় স্থানীয় অপরাধীদের সঙ্গে মিশে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। পুলিশের পোশাক ও হাতকড়া ব্যবহার করে ছিনতাই ও মাদক ব্যবসায় সহযোগিতা করতেন তিনি।

ঘটনা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, জনতা ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে। এর মাঝে একজন পুলিশ কনস্টেবল ইমরান। অপরজন মাদক ব্যবসায়ী। ইমরান ঘটনাস্থলে কি কারণে গেছে তা জানা যায়নি। আমরা তাকে রূপগঞ্জ থানায় সোর্পদ করেছি।

সহকারী পুলিশ সুপার (সি- সার্কেল) মেহেদী হাসান জানান, সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে। জনগণের দাবি, তিনি ওই এলাকাতে এসে বিভিন্ন অপকর্ম করে থাকেন। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence