ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

মেঘমল্লার বসু
মেঘমল্লার বসু  © টিডিসি ফটো

লাল সন্ত্রাসের হুমকি দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী মো. যুবাইর বিন মেছারী। 

আজ শনিবার (১৮ জানুয়ারি) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরির আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বিবাদী ১। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু (২৮) গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ৯টায় তার ফেসবুক আইডি (Meghamallar Bosu) হতে লাল সন্ত্রাস প্রতিষ্ঠা করবে বলে স্ট্যাটাস দেয়।

বিবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্বে থেকে লাল সন্ত্রাস প্রতিষ্ঠা করবে বলে হুমকি প্রদান করায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে কোন সময় লাল সন্ত্রাসের ভিকটিম হয়ে খুন ও গুম হওয়ার আশঙ্কা করছি। এর ফলে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে। 

আবেদনপত্রে তিনি আরো লিখেছেন, এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সকল শিক্ষার্থীদের পক্ষ হতে ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করার আবেদন করতে বিলম্ব হলো।


সর্বশেষ সংবাদ