ছাত্রীকে উত্ত্যক্ত করায় ছাত্রলীগ নেতাকে গণপিটুনি, অতপর...
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ AM
বগুড়ার গাবতলীতে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রিদিয়াত হোসেন বর্ণকে (২৮) গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার পীরগাছা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রিদিয়াত হোসেন বর্ণ স্থানীয় রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের শিশু বিষয়ক সম্পাদক।
পুলিশ জানান, বর্ণের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রিদিয়াত হোসেন একজন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিক ইকবাল বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় তাকে স্থানীয় লোকজন আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।