আদালতে আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৫:২৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ০৬:০৩ PM
আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে তাকে আদালতে আনা হয়।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক এনটিএমসিএর মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চাকরিচ্যুত জিয়াউল আহসানের বিরুদ্ধে ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পরদিন ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।