আদালতে নেয়া হচ্ছে সালমান এফ রহমান ও আনিসুল হককে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
আদালতে নেয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। বুধবার (১৪ আগস্ট) সাড়ে পাঁচটার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেয়া হয়।
জানা গেছে, নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় বিগত সরকারের এই দুই শীর্ষ কুশীলবের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
এরআগে নৌপথে পালানোর সময় গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপর পুলিশের মাধ্যমে গতরাততেই রাত ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে দু’জনকে নেওয়া হয়।