প্রাথমিক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ডিভাইসসহ গ্রেপ্তার ২

  © সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে প্রথমিক নিয়োগ পরীক্ষায় নকলে সহায়তার ৯টি ডিভাইসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের নতুনবাজারের সিঙ্গার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারেরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার কিশমত প্রতা বটতলা এলাকার আমির আলীর ছেলে সম্রাট মিয়া (১৯) এবং একই এলাকার মোবারক হোসাইনের ছেলে ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কনস্টেবল আবুল কালাম আজাদ (২০)।

আগামীকাল শুক্রবার ওই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।

পাবর্তীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ মোহাম্মদ রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবর্তীপুরের পৌর শহরের সিঙ্গারমোড় এলাকায় সম্রাট মিয়া ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছেন তারা।

এসময় অভিযুক্তদের কাছে নিয়োগ পরীক্ষায় উত্তর সরবরাহের কাজে ব্যবহার উপযোগী ৯টি ব্লুটুথ ডিভাইস ও হেডফোনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এএসআই) জসিম জানান, প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইসের মাধ্যমে নকলে সহায়তা করতে অর্থের বিনিময়ে তারা ঢাকা থেকে পাবর্তীপুরে এসেছিলেন। তিনি আরও বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ