সাবেক কলেজ অধ্যক্ষের নামে দেড় কোটি টাকার দুর্নীতির মামলা

ফেনী সরকারি কলেজ
ফেনী সরকারি কলেজ  © ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় সজেকা, ঢাকা-১ এ সংস্থাটির উপসহকারী পরিচালক খোকন চন্দ্র মোহন্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্যে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত মোট এক কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৯৭৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে অর্জন ও দখল করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

তাই তার নামে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এতে দুর্নীতি দমন কমিশনের পূর্বানুমোদন রয়েছে। তদন্তকালে নতুন কোনো তথ্য বা অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা সন্নিবেশিত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ফেনী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ মোক্তার হোসেইন

মামলার এজাহারে বলা হয়, মো. আবুল কালাম আজাদ ১৯৮৭ সালে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার সম্পদ বিবরণী তলব করে দুদক। এরপর ২০২০ নভেম্বর মাসে কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence