পুলিশ-বিএনপি সংঘর্ষে ১১ মামলায় আসামি ৫৪৯

গতকার পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
গতকার পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ  © সংগৃহীত

গতকাল শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশমুখে বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিকে ঘিরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর কয়েকটি থানায় ১১টি মামলা হয়েছে। 

রবিবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি। 

তিনি জানান, মামলায় এহাজারনামীয় আসামি করা হয়েছে ৫৪৯ জনকে। আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, অগ্নি সংযোগ, ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে বিএনপির ১৪৯ নেতাকর্মীকে।

এগারটি মামলার মধ্যে- উত্তরা পশ্চিম থানায় ২টি, উত্তরা পূর্বে ৩টি, এয়ারপোর্ট থানায় ১টি, সূত্রাপুরে ১টি, বংশালে ১টি, কদমতলীতে ১টি ও যাত্রাবাড়ী থানায় ২টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ৯ মামলার বাদী পুলিশ এবং অপর ২ মামলা করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ।


সর্বশেষ সংবাদ