পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্যকে মারধর, ছাত্রলীগ নেতাসহ আটক ৪
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১১:৫৬ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৩, ১১:৫৬ PM
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিএইচপি একাডেমির সামনে মোটরসাইকেলের চাকা পায়ে লাগায় পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাসকে মারধর করেছেন ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগীরা।
এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ চার জনকে আটক করা হয়েছে। আটক বাকিরা হলেন- মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানান, আহত কনস্টেবল ডিউটি শেষ করে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। বিএইচপি একাডেমি অতিক্রমকালে তার মোটরসাইকেলের সামনের চাকা ছাত্রলীগ জাকিরের পায়ে আঘাত লাগে। এতে ক্ষুব্ধ হয়ে কনস্টেবলকে মারধর করে জাকিরসহ তার সঙ্গীরা। এ সময় হেলমেট খুলে পরিচয় দেওয়ার পরও এলোপাথাড়ি কিলঘুষিতে জর্জরিত করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক ও তার সহযোগী জিয়া ফরিয়া ও জহির পাইককে আটক করা হয়েছে। কি কারণে হঠাৎ পুলিশকে মারধর করা হলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।