যে লিঙ্কে ক্লিক করলে ফেসবুকের পাসওয়ার্ড যাবে প্রতারকের হাতে

অভিনব কায়দায় ফেসবুক আইডির পাসওয়ার্ড সংগ্রহ করে প্রতারণা করছে একটি চক্র। তারা ফেসবুক ব্যবহারকারীর কাছে শুভাকাঙ্খি হিসেবে পরিচয় দিয়ে পাঠিয়ে দিচ্ছে লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই ঘটছে সর্বনাশ।

‘‘ভাই কী খবর, আপনার নিজের একটা খারাপ, বাজে রকমের ছবি দেখলাম। আপনার নিজের ছবিটা কে যেন নিচের পেজে দিছে। দেখেন তো চেক করে। ছবিটা দেখুন আর ছড়িয়ে পরার আগেই ডিলেট করে দিয়েন।’’

এমন মেসেজের সঙ্গে একটি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে ফেসবুকের বন্ধু তালিকায় থাকা প্রতারক। আপনি যদি সরল বিশ্বাসে কোনোভাবে ওই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার আইডির পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য চলে যাবে প্রতারকের কাছে।

শুধু তাই নয়, আপনি ওই লিঙ্কে ক্লিক করলে মেসেজটি চলে যাবে আপনার বন্ধুদের ইনবক্সেও। তারাও ক্লিক করবে। এভাবে সর্বনাশ হতে থাকবে।

কাজেই সাবধান থাকতে হবে এ ধরনের ম্যাসেজ থেকে। আপনার সামান্য ভুল হতে পারে বড় ক্ষতির কারণ। 

এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি সচেতনতামূলক পোস্ট দিয়েছেন সাংবাদিক ও লেখক পলাশ মাহমুদ।

পলাশ মাহমুদ তার পোস্টে একটি ক্ষুদে বার্তার স্ক্রিনশর্ট দিয়ে তার বিবরণে লিখেছেন, ‘এক বন্ধুর থেকে ইনবক্সে এই মেসেজ এসেছে। এটা আসলে হ্যাকারদের ফিশিং ফাঁদ। বিষয়টা আমার জানা আছে বলে ক্লিক করিনি। ক্লিক করলেই আইডি-পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য তাদের হাতে চলে যেতে পারে। অনেক সময় লগিন চাইবে।’

‘আপনি যদি এমন মেসেজ পেয়ে ক্লিক করেন তাহলে আপনার আইডি-পাসওয়ার্ড চলে যাবে। একই সঙ্গে এই মেসেজ আপনার বন্ধুদেরও যাবে। তারাও ক্লিক করবে। এভাবে সর্বনাশ হতে থাকবে।’


সর্বশেষ সংবাদ