দুই দিন ধরে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী

অনুভব মল্লিক তুর্য
অনুভব মল্লিক তুর্য  © সংগৃহীত

চট্টগ্রামের হাজেরা-তজু কলেজের এইচএসসি পরীক্ষার্থী অনুভব মল্লিক তুর্য দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে অনুভব মল্লিক তুর্য বাকলিয়ার থানার শান্তিনগর ব্যাংক কলোনির বাসা থেকে বের হয়। বের হওয়ার পর দুপুর পর্যন্ত আর বাসায় ফেরেনি। পরে বিকেলে বাসায় না আসায় কোচিংয়ে খোঁজ নিলে তাঁরা জানান সে কোচিংয়ে আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ পাওয়া যায়নি। রাতে বাবা তপন কান্তি মল্লিক বাদী হয়ে নগরের বাকলিয়া থানায় জিডি করেন।  

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, অনুভব মল্লিক তুর্য ও তার আরেক বন্ধু বাসা থেকে ল্যাপটপ ও ৬ হাজার টাকা নিয়ে বের হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।  

কেউ যদি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ (০১৭১১৯৮৯৪২৪) করার অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ