জাতীয় দল থেকে দূরে, তবু আলোচনার কেন্দ্রেই সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান   © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে পরাজয় দেখে বাংলাদেশ। একই দিনে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক রাঙান সাকিব আল হাসান। 

ব্যাটে-বলে তার অনবদ্য পারফরম্যান্সে সেন্ট্রাল ডিসট্রিক্টসকে ২২ রানে হারায় দুবাই। ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের ইনিংসের পাশাপাশি ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট নেন সাকিব। 

এদিকে ফ্র্যাঞ্চাইজি লিগে সরব উপস্থিতি থাকলেও প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব। অনেকে লাল-সবুজের জার্সিতে তার শেষও দেখে ফেলেছেন। অবশ্য বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানালেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা।

শনিবার (১২ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...।’

সাকিবের ফেরা নিয়ে তিনি বলেন, ‘আগে কীভাবে চলেছে জানি না, কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।’ 

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!