অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে আনোয়ারায় দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি

গোপনে তৎপর গুপ্ত সংগঠনের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দক্ষিণ জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে শুরু হওয়া মিছিলটি কর্ণফুলী টানেল সংযোগ সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমহনী বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন ছাত্রদল নেতা তারেক রহমান, আনিসুর রহমান আনাস, আবদুল মান্নান রানা, এনামুল হক সজিব, সাখাওয়াত হোসেন, নুর শাহেদ রিপন, মিশু, রিয়াদ হোসেন, সিফাত, এনামুল হক এনাম, জুয়েলসহ আনোয়ারা উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতারা।

সভায় বক্তারা বলেন, দেশের একটি গোষ্ঠী গোপনে ‘মব সৃষ্টির’ মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে। তারা শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। বক্তারা অভিযোগ করে বলেন, সংগঠনটি দেশে নব্য স্বৈরাচার প্রতিষ্ঠার অপচেষ্টা করছে, যা কখনোই মেনে নেওয়া হবে না।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি এসব অপশক্তিকে রুখে না দাঁড়ায়, তবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে ছাত্রদল রাজপথে আরও কঠোর আন্দোলনে নামবে। জিয়া আদর্শের সৈনিকরা যত দিন বেঁচে থাকবে, এ দেশ কোনো স্বৈরাচার বা ষড়যন্ত্রকারীর কাছে মাথানত করবে না।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!