এসএসসি পরীক্ষার্থীদের নামে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

  © সংগৃহীত

যশোর জিলা স্কুলের এসএসসি ২০২৫ ব্যাচেরর পরীক্ষার্থীদের নামে ফেসবুকে আপত্তিকর ছবি প্রচার ও বিভিন্ন ধরনের অপ্রীতিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে গত ৫ মে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে আশিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী এই জিডি করেন।

আশিকুল ইসলাম (২৪) জানান,  শহরের পুলিশ লাইন লিচুবাগান এলাকার শফিকুল ইসলামের ছেলে। এ বছর (২০২৫ সাল) জিলা এসএসসি পরীক্ষা দিচ্ছে। অজ্ঞাত ব্যক্তিরা ফেসবুকে আইডি খুলে তার ব্যাচের খন্দকার রাফিন, শাদমান ইকবাল, আল আরশাদ, তানজিল জয়সহ আরও অনেকের ছবি আপলোড করছে এবং আজেবাজে ক্যাপশান দিচ্ছে।

তিনি ইনবক্সে আজেবাজে ছবি না ছাড়ানোর জন্য বললে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করে জানান, বর্তমানে তিনি আতঙ্কে আছেন। যেকোনো সময় ওই ফেসবুক আইডি থেকে বিভিন্ন ছবি এডিট করে তা ছড়িয়ে দিয়ে মানসম্মানের ক্ষতি করতে পারে। ফলে ওই আইডির এডমিন না পেয়ে শিক্ষার্থীদের পক্ষে তিনি থানায় একটি জিডি করেছেন।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনিচুর রহমান বলেন, জিলা স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীর নামে ফেসবুকে আইডি খুলে অপ্রীতিকর মন্তব্য করা হচ্ছে, ব্যাপারটি সঠিক। দোষীদের খুঁজে বের করার জন্য জিডি সাইবার ক্রাইমে পাঠানো হয়েছে। সাইবার ক্রাইম থেকে রিপোর্ট আসার পর দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence