সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ মে ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৫ PM
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রিয়াদ হোসেন (২২) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিয়াদ পিপুলবাড়িয়া গ্রামের শফি উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পরিবার জানিয়েছে।
রিয়াদের চাচাতো ভাই সুমন মিয়া জানান, রিয়াদ একজন কৃষিকাজে নিয়োজিত মানুষ। বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টির মধ্যে তিনি মাঠে গেলে ভারতীয় কুসুমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
তবে সীমান্ত সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, আহত ব্যক্তি চোরাচালানের সঙ্গে যুক্ত এবং ঘটনাটি ঘটেছে দুই দেশের সীমান্তের মাঝামাঝি ‘নো ম্যানস ল্যান্ড’-এ।
এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “ঘটনার বিষয়ে আমরা লোকমুখে শুনেছি, তবে কেউ আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। আহত ব্যক্তির বাড়িতে লোক পাঠানো হলেও কাউকে পাওয়া যায়নি।”