মামলা প্রত্যাহার না হলে মেঘনা গ্রুপের সকল পণ্য বয়কটের ঘোষণা মাসুদ সাঈদীর
- পিরোজপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ এপ্রিল) বেলা ১১টায় পিরোজপুর টাউন ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মামলা প্রত্যাহার না করা হলে মেঘনা গ্রুপের সকল পণ্য বয়কট করার ঘোষণা দিয়েছেন সাঈদী পুত্র জামায়াত নেতা মাসুদ বিন সাঈদী।
্এতে পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জামায়েতে ইসলামী কর্তৃক পিরোজপুর-১ আসনে মনোনীত প্রার্থী মাসুদ বিন সাঈদী, জামায়েত ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার আমির মাওলানা ইসহাক আলী।
এছাড়া পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব লাভলু গাজী, ছাত্রদলের পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুমার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাসুদ বিন সাঈদী বলেন, ‘মেঘনা গ্রুপ ফ্যাসিবাদের দোসর এরা বাংলাদেশে অবস্থানরত একটি প্রতিষ্ঠান হলেও ভারতের অর্থায়ন ও বুদ্ধিতে পরিচালিত হয়। যদি মাহবুবুর রহমান সহ সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না করা হয়, আমরা মেঘনা গ্রুপের সকল পণ্য বয়কট করব।’
তিনি আরও বলেন, ‘যখন গণজাগরণ মঞ্চ এ দেশে মিথ্যা ছড়িয়েছিল সেই মুহূর্তে আমার দেশ পত্রিকা রুখে দাঁড়িয়ে ছিল। যার ফলে মাহমুদুর রহমানকে এ দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি একজন কলম সৈনিক। আমি মনে করি এ দেশের সাংবাদিকদের তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত।’
বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘আমাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং মাহমুদুর রহমানের মত নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে।’
বিএনপি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব লাভলু গাজী বলেন, ‘আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই মোস্তফা কামালকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশে গত ১৫ বছরে যত ছাত্র ও জনতা খুন ও গুম হয়েছে তার মদদ এই মোস্তফা কামাল দিয়েছে, তাই তার বিচার এই বাংলার মাটিতে করতে হবে।’
পরিশেষে মানববন্ধন থেকে বক্তারা আহ্বান জানান মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহার করার দাবি জানান।