গোপালগঞ্জে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের মানববন্ধন

নার্স-মিডওয়াইফ শিক্ষার্থী ও নার্সদের মানববন্ধন
নার্স-মিডওয়াইফ শিক্ষার্থী ও নার্সদের মানববন্ধন  © টিডিসি

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে গোপালগঞ্জে অবস্থান ও মানববন্ধনকর্মসূচি পালন করেছেন নার্স-মিডওয়াইফ শিক্ষার্থী ও নার্সরা।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচির আয়োজন করে।

আজ সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় গোপালগঞ্জ জেনারেণ হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল চত্বরে অবস্থান করেন শিক্ষার্থী ও নার্সরা। পরে শহরের প্রেসক্লাবের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

মানববন্ধন চলাকোলে ইন্টার্ন নার্স গাজী মেহেরবা, তৃতীয় বর্ষের শিক্ষার্থী তমা সেন, জ্যতি মজুমদার বক্তব্য দেন।

আরও পড়ুন: কুবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল

এ সময় বক্তারা বলেন, ‘ভর্তিতে স্নাতক (পাস) কোর্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারণকৃত শর্তের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন আমরা। অধিক জিপিএ, অধিক মেয়াদকাল ও সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে আমাদের কোর্স পরিচালিত হয়। কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক যোগ্যতাসহ ৩ বছর ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স আমাদের। অবিলম্বে আমাদের এ দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবিটি মেনে নেওয়া হোক।’ তা না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ