শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

আগুনে পুড়ে যাওয়া দোকান
আগুনে পুড়ে যাওয়া দোকান  © টিডিসি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে এঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরাবই সাহেববাড়ি-সংলগ্ন টিনশেডের মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিভানোর কাজ করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৫ দোকান পুড়ে ছাই।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ফার্মেসি, সেলুন, ভুসির দোকান, রেস্টুরেন্ট, পোল্টি মোরগ, ট্রেইলার্স, লাইব্রেরি ইত্যাদি। 
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ২টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে।


সর্বশেষ সংবাদ